জয়ে যাত্রা শুরু লিভারপুলের
ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে আসা নরিচ সিটিকে উড়িয়ে দুর্দান্ত শুরু করলো লিভারপুল। শুক্রবার রাতে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ৪-১ গোলের জয় পেয়েছে ইয়ার্গুন ক্লপের শিষ্যরা।
ম্যাচের সপ্তম মিনিটেই আত্মঘাতি গোলে এগিয়ে যায় লিভারপুল। বামদিক থেকে দিভোক অরিগির ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন গ্র্যান্ট হ্যানলি। ১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা মোহামেদ সালাহ। ২৮তম মিনিটে সালাহর কর্নার থেকে হেড করে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন ভ্যান ডাইক। ৪২ মিনিটে অরিগির গোলে ব্যবধান ৪-০ হয়ে যায়।
এ নিয়ে ঘরের মাঠ অ্যানফিল্ডে টানা ৪১ লিগ ম্যাচে অপরাজিত রইল লিভারপুল।
Please follow and like us: