থানায় নারী নির্যাতন, পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
আদালতের নির্দেশে খুলনা জিআরপি থানার ওসি উসমান গণি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশি হেফাজতে এক নারীকে নির্যাতনের ঘটনায় এ মামলা হয়েছে। ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে শনিবার সকালে জিআরপি থানায় মামলাটি দায়ের করেছেন।
রেলওয়ে পুলিশের কুষ্টিয়া সার্কেলের এএসপি ফিরোজ আহমেদ জানান, মামলায় ওসি উছমান গণি, ঘটনার রাতে ডিউটি অফিসার ও অজ্ঞাত তিন পুলিশ সদস্যকে আসামি করে ওই নারী মামলা করেছেন। খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে ২০১৩ সালের ‘হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইনে’ মামলাটি রেকর্ড করা হয়েছে।
সূত্র বলছে, গত ২ আগস্ট রাতে এক নারীকে জিআরপি থানার মধ্যে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য গণধর্ষণ ও মারধর করে বলে ওই নারী আদালতে অভিযোগ করেন। ৩ আগস্ট আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং তার ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশে ৫ আগস্ট তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। তবে পরীক্ষার রিপোর্ট এখনো তৈরি হয়নি।
৭ আগস্ট খুলনা রেলওয়ে জিআরপি থানার ওসি ওসমান গনি পাঠানসহ এসআই নাজমুল হককে ক্লোজড করা হয়।