ডেঙ্গু রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সাতক্ষীরার প্রতিবন্ধী শিক্ষার্থীরা
সাতক্ষীরায় ডেঙ্গু মশার বিস্তাররোধে জনসচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসাবে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিশুরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আজ সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, জেলা প্রশাসক কর্তৃক মাসব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গত ০৪ আগস্ট অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের এক সমাবেশে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের মাঝে ডেঙ্গু মশার বিস্তাররোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।