ডেঙ্গু দমনে ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলে আলোচনা সভা
সচেতন হউন, ডেঙ্গু প্রতিরোধ করুন, নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি- এ স্লোগানে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলে ডেঙ্গু, মাদক, বাল্যবিবাহ ও গুজব বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় স্কুলের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক। সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পপরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মণ্ডল, সহকারি শিক্ষক দেবব্রত ঘোষ, হাফিজুল ইসলাম, অরুন কুমার মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হামিদ বাবু, নজরউদ্দিন সরদার, শামীমা আক্তার, ভানুবতী সরকার, শিক্ষক খালেদা খাতুন, গীতা রাণী সাহাসহ স্কুলের সকল ছাত্রী।
আলোচনা সভা শেষে অতিথিগণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু আতঙ্কে না থেকে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
Please follow and like us: