সাতক্ষীরা বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও মটর সাইকেলসহ আটক-১
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধের নিমিত্তে কঠোর নজরদারী এবং আভিযানিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ০৬ আগস্ট ২০১৯ তারিখ দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও মটর সাইকেলসহ ০১ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়।
মাদকদ্রব্যসহ বাংলাদেশী নাগরিক আটক। ০৬ আগস্ট ২০১৯ তারিখ ১৯৪৫ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল মেইন পিলার ২/৬-এস এর নিকটবর্তী ঘোষপাড়া নামক এলাকায় (জিআর-৮১৯৯৮৮ এমএস ৭৯বি/১৪) অভিযান পরিচালনা করে ০৭ বোতল ফেন্সিডিল এবং ০১টি মোটর সাইকেলসহ মোঃ জিল্লুর রহমান (২৮), পিতা-এমএস হাবিবুর রহমান, গ্রাম- মাটিয়া ভাংগা, পোষ্ট- ভাড়ুখালী, থানা ও জেলা- সাতক্ষীরাকে আটক করা হয়। আটককৃত মালামালের সর্বমোট মূল্যে ১,৮২,৮০০/-(এক লক্ষ বিরাশি হাজার আটশত) টাকা। আটককৃত আসামীকে মাদকদ্রব্য ও মটর সাইকেলসহ সাতক্ষীরা সদর থানায় পাঠানো হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।