সদর উপজেলাতে গরুর হাট জমজমাট (ভিডিও)
আগামী ১২ই আগস্ট ঈদ-উল-আযহা। স্বাভাবিকভাবেই জমে উঠেছে গরুর হাট। সাতক্ষীরা সদর উপজেলার একমাত্র স্থায়ী গরু বেচা-কেনার স্থান আবাদের হাট। অল্প সময় বাকি আছে, তাই জমজমাট হয়ে উঠেছে হাটটি। এখানে প্রতি শনি ও মঙ্গলবার গরুর হাট বসে। বড় হাট বসে মঙ্গলবার। আজ তাই স্বাভাবিক ভিড় বেশি। শনিবার হাট থাকলেও ক্রেতা বিক্রেতা কম থাকে বিধায় আজ ভিড় একটু বেশিই। বেচা-কেনাও বেশি। ছোট গরুর দাম ৩৫ হাজার থেকে ৫০ হাজার, মাঝারি ৬০ হাজার থেকে ৮০ হাজার ও বড় গরু ৮০ হাজার থেকে ১লাখ ৪০ হাজার টাকার মধ্যে। ঈদের আর পাঁচ দিন বাকি থাকায় হাটে পা ফেলানরও জায়গা নেই।
https://www.facebook.com/1097067257079185/videos/2341939022746494/
উল্লেখ্য, ঈদ-উল-আযহা উপলক্ষে জেলা ব্যাপী ১২,৭৩৩ জন খামারির কাছে মোট ৫৬,২৭৬ টি বিভিন্ন প্রকার কোরবানি যোগ্য পশু আছে। জেলা প্রাণি সম্পদ দপ্তরের তথ্যানুযায়ী সাতক্ষীরা সদর উপজেলায় ৮,১৩০টি গরু ও ৩,৩৪৮টি ছাগল, কলারোয়া উপজেলায় ৫,২৮৫টি গরু ও ৫,৩২২টি ছাগল, তালা উপজেলায় ৭,১৬৩টি গরু ও ৪,১৮৬টি ছাগল, আশাশুনি উপজেলায় ২,৯৯৩টি গরু ও ২,০৫২টি ছাগল, দেবহাটা উপজেলায় ১,১৫৫ টি গরু ও ১,১৮৬ টি ছাগল, কলিগঞ্জ উপজেলায় ২,৮১১টি গরু ও ৩,৮২৬টি ছাগল, শ্যামনগর উপজেলায় ৩,০৩৬টি গরু ও ৫,৭৪৩টি ছাগল সহ সব মিলিয়ে ৩০,৫৭৩ টি গরু ও ২৫,৭০৩টি ছাগল কোরবানির জন্য প্রস্তুত আছে। ভারত থেকে গরু আমদানি না হওয়ায় বাজারে গরু স্বল্পতা নেই। তবে দাম একটু বেশি।