দূর্গাপুরে বিনা নোটিশে বন্দোবস্ত সম্পত্তির ঘর বাড়ি ভাংচুরের অভিযোগ
আশাশুনিতে ডিসিআরকৃত বন্দোবস্ত ভিপি সম্পত্তির উপর নির্মিত বাড়ি ঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। বিনা নোটিশে জোর পূর্বক বসতবাড়ি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করেন আশাশুনির খাজরা ইউনিয়নের রায়হান সরদারের স্ত্রী রাবেয়া খাতুন। তিনি বলেন তার স্বামী গত ইং ২৫/৯/১৮ সালে উপজেলা ভূমি অফিস থেকে নিয়ম মেনে সরকারী রাজস্ব প্রদানের মাধ্যমে খাজরা ইউনিয়নের ছোট দূর্গাপুর মৌজার এসএ ৪ খতিয়ানের ১৪০ দাগের ৪৪শতক ভিপি সম্পত্তি ইজারা গ্রহণ করেন।
ইজারা গ্রহণের পর থেকে অদ্যবদি তারা উক্ত ভিপি সম্পত্তির উপর শান্তিপূর্ণ ভাবে বসবাস করছেন। বৃহৎ ১৪০দাগের মধ্যে আমার দখলকৃত সম্পত্তি থেকে কিছু দূরে আমার ডিসিআর এখনই ভাবে প্রশাসনকে ভূল বুঝিয়ে এলাকার কিছু কুচক্রি মহল উপজেলা ভূমি অফিসে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাপিয়া আক্তার সরেজমিনে গিয়ে ডিসিআরকৃত বন্দোবস্ত ভিপি সম্পত্তির উপর নির্মিত বাড়ী ঘর ভাংচুর করেন।
ভুক্তভোগী রায়হান সরদারের স্ত্রী রাবেয়া খাতুন আরও জানান,এই সম্পত্তির উপর তার বসতবাড়িসহ ৩টি ঘর ছিলো। এ সময় তার দুইটি ঘরের মালামালে হিসাব তাকে বুঝিয়ে দেওয়া হলেও একটি ঘরের মালামালের কোন হিসাব তাকে বুঝিয়ে দেওয়া হয়নি বলে দাবী তার। রাবেয়া খাতুনের বসত ঘরের একটি সেলাই মেশিন, গলার ১টি স্বর্ণের চেইন (যার আনুমানিক মূল্য চল্লিশ হাজার টাকা), স্বর্ণের ১জোড়া কানের দুল (যার আনুমানিক মূল্য ষোল হাজার টাকা), বিদেশ থেকে আমার মায়ের পাঠানো নগদ ৮৫হাজার টাকা, ব্যাংক চেকসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রের কোন হদিস পাওয়া যায়নি।
বর্তমানে রায়হান সরদার ও তার স্ত্রী রাবেয়া খাতুন ঘরবাড়ি ছাড়া খোলা আকাশের নিচে বসবাস করছেন বলে জানিয়েছেন।স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম। এলাকাবাসীর অভিযোগ খাজরা ইউনিয়নের চিহ্নিত ডাকাত ও নাশকতা মামলার আসামী আফসার উদ্দীনসহ অজ্ঞাত ব্যক্তিরা মিলে প্রশাসনকে ভূল বুঝিয়ে তাদের বাড়ি ঘরে ভাংচুর চালায়।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার বলেন, নিয়ম মেনেই তাদেরকে সরকারী সম্পত্তি থেকে তাদের নির্মাণ করা অবৈধ ঘরবাড়ী অপসারণ করা হয়েছে। তাদের সকল প্রকার মালামালের হিসাব তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান পাপিয়া আক্তার। অসহায় পরিবারের ক্ষয়ক্ষতির বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক এর আশুহস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।