কেশবপুরে ডেঙ্গু ও গুজব প্রতিরোধে জনসচেতনতা মূলক র্যালি অনুষ্ঠিত
যশোরের কেশবপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” ডেঙ্গু ও গুজব প্রতিরোধে জনসচেতনতা মূলক র্যালি মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত জনসচেতনতা মূলক র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হারুন অর রশীদ, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার আব্দুল বারী, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, প্রাণীসম্পদ অফিসার ডাঃ অলোকেশ মন্ডল, সমবায় অফিসার নজরুল ইসলাম, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, নির্বাচন অফিসার বজলুর রশীদ, শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, যুব উন্নয়ন অফিসার পুলোক সিকদার, প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী শুভংকর বিশ্বাস, আইসিটি অফিসার আব্দুস সামাদ প্রমুখ।