সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা ও মা সমাবেশ অনুষ্ঠিত
“ছেলে ধরা গুজবে আমরা ভীতু নই, ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতন হই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুলতানপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৪ আগস্ট) বেলা ১২টায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নেছা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার
এস.এম মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, এসএমসি কমিটির সেলিম মাহমুদ বুলু, অহিদা পারভীন, মাও: বাবুল আকতার, শফিকুর রহমান, সহকারি শিক্ষক মারুফা খানম, তানভীর সুলতানা নিপা, শারমিন সুলতানা, শারমীন আক্তার প্রমুখ। এসময় প্রধান অতিথি এস.এম মফিজুল ইসলাম শিক্ষার্থীদের শতভাগ উপস্থিত ড্রেস, মিড-ডে-মিল, ওয়ান ডে ওয়ানার, সাবলীল পঠন ইত্যাদি বিষয় মায়েদেরও বাড়ীতে সচেতনতার জন্য পরামর্শ দেন এবং শেষে বিদ্যালয়টির বিভিন্ন দিকনির্দেশনার মাধ্যমে পরিদর্শন করেন।