তালায় হাজরাকাটী আব্দুর রহমান আদর্শ একাডেমির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সাতক্ষীরা জেলার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে আজ ৫ই আগস্ট সোমবার সকাল ১০ ঘটিকার সময় আব্দুর রহমান আদর্শ একাডেমির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালানো হয় ৷
উক্ত অভিযানে নেতৃত্ব দেন প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান সহকারী শিক্ষক -শিক্ষিকা বৃন্দ। অভিযানের সময় উপস্থিত ছিলেন তালা উপজেলার আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের সভাপতি এস এম জহর হাসান সাগর এবং উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা, ছাত্র- ছাত্রী ও গ্রামবাসীরা।
এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, সহকারী শিক্ষিকা পারভীন নাহার, সহকারী শিক্ষক মোঃ আবু নাঈম মোঃ মাসুদ পারভেজ সহ সকল শিক্ষক মহোদয় । সমাপনী বক্তৃতায় প্রধান শিক্ষক বলেন, আজ ডেঙ্গু মহামারী রূপ ধারণ করেছে ।তাই আমাদের উচিত হবে ডেঙ্গুর সকল বাসস্থান ধ্বংস করা এবং সবাইকে সচেতন করা,যেন সম্পূর্ণরূপে ডেঙ্গুর প্রতিরোধ করা যায়।