সাতক্ষীরায় জাতীয় শোক দিবস উপলক্ষে অটিস্টিক শিশুদের সমাবেশ
সাতক্ষীরায় মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অটিস্টিক শিশুদের সমাবেশ, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ আগস্ট) সকালে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে শোকের মাসের মাস ব্যাপি কর্মসুচির আওতায় এ অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরা’র উপপরিচালক দেবাশিস সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, সহকারি পুলিশ সুপার মীর্জা মো. সালাহ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরা’র সহকারি পরিচালক মো. হারুন অর রশিদ, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কনসালটেন্ট মো. হাবিবুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রবেশন অফিসার মো. মিজানুর রহমান। এসময় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।