সাতক্ষীরা পৌরসভার ক্ষুদ্র পানি ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধির জন্য ফলোআপ প্রশিক্ষণ
সাতক্ষীরা পৗরসভার ক্ষুদ্র পানি ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধির জন্য ফলোআপ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স. ম. আলাউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠেয় প্রশ্ক্ষিণের উদ্বোধন করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃণাল কুমার সরকার।
প্রশিক্ষণ প্রদান করেন অত্র সংস্থার সাতক্ষীরা ফিল্ড অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. সেলিনা খাতুন ও মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার মোঃ শরিফুল ইসলাম খান। পৌরসভার প্রান্তিক এলাকায় সুপেয় পানি বঞ্চিত এলাকার মানুষের মাঝে সুপেয় পানি পৌঁছায়নি সে সকল এলাকায় সুলভ মূল্যে পানি পৌছানোর বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণের মধ্যে দিয়ে ক্ষুদ্র পানি ব্যবসার কারিগরি দক্ষতা জ্ঞান বিষয়ক আলোচনা করা হয়। তথা ক্ষুদ্র পানি ব্যবসার কারিগরি দক্ষতা জ্ঞান বিষয়ক বাস্তব অভিজ্ঞতা বিনিমিয় করা হয়। ব্যবসায়ীদের আর্থিক ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি বিষয়ক আলোচনা করা হয়। ব্যবস্থাপনা কী ও ব্যবসা ব্যবস্থাপনার কৌশল সমুহ এবং কর্ম পরিকল্পনা ও কর্মী পরিচালনার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওয়াস ব্যবসায়ীদের পণ্য উন্নয়ন (প্রোডাক্ট প্রোমোশন) সংক্রান্ত দক্ষতা বিষয়ক আলোচনা করা হয়। পণ্য উন্নয়ন কী? পণ্য উন্নয়নের লক্ষ্য ও উদ্দেশ্য, পণ্য উন্নয়নে উদ্যোক্তার ভূমিকা ও দক্ষতা, পণ্যের ভিন্নতা, পণ্যের ভিন্নতার গুরুত্ব নিরূপণ ও পণ্যের ভিন্নতানুযায়ি ক্রেতা নিরূপণ পদ্ধতি, পণ্য উন্নয়নের পদ্ধতিসমুহ ও টুলস, বাজার কী? পণ্য উন্নয়নে বাজারের ভূমিকা ও বাজার ব্যবস্থাপনা বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গ্রাহক সেবা তথা ক্রেতা কারা ? কিভাবে ক্রেতাদের সাথে নিবিড় যোগাযোগ করা যাবে, ক্রেতার সাথে ভাল ব্যবহারের পদ্ধতি ও ক্রেতাদের সেবা প্রদানের জন্য উদ্যোক্তাদের দক্ষতাসমূহ নিয়ে আলোচনা করা হয়। সর্বোপরি ক্ষুদ্র পানি ব্যবসার পানির নিরাপত্তা ও ব্যবসায়ীদের সুরক্ষা বিষয়ক আলোচনা করা হয়। প্রশিক্ষণে মোঃ আলফাজ উদ্দিন, সমিত ঘোষ, মোঃ আজিজুর, মোঃ রমজান আলি, মোঃ রজব আলী, মোঃ মফিজুর, মোঃ শাহিনুর রহমান, ও মোঃ মাসুম বিল্লাহসহ মোট ১২ জন অংশগ্রহণ করেন। উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।