বিয়ের পিঁড়িতে তেলেগু সুপারস্টার প্রভাস
তেলেগু সুপারস্টার প্রভাসের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। এর আগে গুঞ্জন শোনা যাচ্ছিল, ‘বাহুবলী’ খ্যাত নায়িকা আনুষ্কা শেঠিকেই বাস্তবের জীবনসঙ্গিনী করতে চলেছেন প্রভাস। কিন্তু সেই গুজব উড়িয়ে দিয়েছেন দুজনেই। তবে এবার প্রকাশ্যে এসেছে রূপালি পর্দার এই ‘এলিজিবল ব্যাচেলর’র হবু স্ত্রীর পরিচয়।
ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, আগামী ছবি ‘সাহো’র মুক্তির পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাস। এখন প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কাকে বিয়ে করতে যাচ্ছেন তিনি?
গুঞ্জন শোনা যাচ্ছে, আমেরিকা নিবাসী জনৈক ব্যবসায়ীর মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন প্রভাস। তার পরিবারের নাকি এমনটাই বাসনা। তবে এখন পর্যন্ত অভিনেতা বা তার পরিবারের কেউই এ নিয়ে মুখ খোলেননি।
এর আগে প্রভাসের কাকা জানিয়েছিলেন, চলতি বছরই বিয়ে করতে চলেছেন অভিনেতা। তবে বিয়ের বিষয়ে প্রতিবারই সব প্রশ্ন উড়িয়ে দিয়েছেন প্রভাস। তার মতে, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।