আশাশুনিতে পুলিশী অভিযানে গাঁজা ব্যবসায়ীসহ গ্রেফতার- ৮
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীসহ ৮ আসামীকে গ্রেফতার করেছেন। শনিবার (৩ আগষ্ট) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (পিপিএম-বার) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এএসআই জয়নাল মোল্লা ও এসআই ফনীভূষন সরকার অভিযান চালিয়ে ১২০ গ্রাম গাঁজাসহ কাদাকাটি গ্রামের নজরুল ইসলাম সরদারের পুত্র নাজমুল ইসলাম রিপন ও সোহরাব মোড়লের পুত্র আক্তারুল ইসলাম মোড়লকে গ্রেফতার কারেন। এব্যাপারে ০৪(০৮)/১৯ মামলা রুজু করা
হয়েছে। এএসআই দেবাশিষ মন্ডল পৃথক অভিযানে শিশু-৭২/১৯ এর আসামী বালিয়াপুর গ্রামের হাফিজুল ইসলাম গাজীর পুত্র খায়ের গাজী ওরফে খায়রুল ইসলামকে, এসআই মল্লিক মনিরুজ্জামান জিআর-১৮০/১৯ আসামী বাঁকড়া গ্রামের রেয়াজ উদ্দীন সরদারের পুত্র কাশেমকে, এএসআই পূর্ণানন্দ্র হরি জিআর-১৯০/০৯ আসামী কাপসন্ডা গ্রামের বিদার গাজীর পুত্র এবাদুল গাজীকে, এএসআই শাহ জামাল সিআর-৫৪/১৯
আসামী আগরদাড়ী গ্রামের মৃত খোকন সরদারের পুত্র জিয়ারুলকে, এসআই বিল্লাল হোসেন শেখ জিআর-১৫৮/১৯ আসামী বুধহাটা গ্রামের মোছলে সরদারের পুত্র তোফায়েল হোসেনকে এবং এসআই শাহ জামাল পৃথক অভিযানে পাঃ জাঃ-১০/১৮ আসামী সোদকনা গ্রামের বাবর আলি গাজীর পুত্র আলমগীর হোসেনকে গ্রেফতার কারেন।