ডি ডব্লিউও-র প্রতিবন্ধী নারীদের জেন্ডার সচেতনতা প্রশিক্ষন
গত ২ আগষ্ট ডিজএ্যাবল্ড উইমেন আরগানাইজেশনের আয়োজনে সংস্থার কার্যালয়ের প্রশিক্ষন কক্ষে প্রতিবন্ধী নারীদের জেন্ডার সচেতনতা বিষয়ক প্রশিক্ষন শুরু হয়ে শনিবার শেষ হয়েছে। প্রশিক্ষণ উদ্বোধন করেন সংঠনের সভানেত্রী বীনা রানী সরকার। তিনি বলেন আমরা আজ যারা প্রশিক্ষণ নিতে এসেছি আমরা সবাই প্রতিবন্ধী নারী। এই প্রশিক্ষটি অমাদের জীবনে প্রয়োগ করে নিজেদের সংগঠনকে দাঁড় করাবো এবং নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব। নারীরা সমাজে অবহেলিত এবং তার চেয়েও অবহেলিত আমাদের মত প্রতিবন্ধী নারীবৃন্দ।
প্রশিক্ষণ পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রশিক্ষক মুহম্মদ আব্দুল আলীম। অংশগ্রহনকারীরা এই প্রশিক্ষণনের মাধ্যমে জেন্ডার কি, সেক্স ও জেন্ডারের পাথ্যক্য, প্রতিবন্ধী নারীর জেন্ডার সমতা কিভাবে আনা সম্ভব, সমাজে নারী পুরুষের বৈষম্য ও ব্যবধান কিভাবে কমানো যায় ইত্যাদি বিষয় সম্পর্কে অবহিত হয়েছে। সার্বিক সহযোগিতা করেছেন ডিডব্লিউও সমন্বয়কারী ইশতিয়াক জামিল ইনান এবং উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক শাকেরা খাতুন।