পবিত্র ঈদুল আযহা ১২ আগস্ট
বাংলাদেশের আকাশে শুক্রবার যিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসাবে আগামী ১০ যিলহজ বা ১২ আগস্ট সোমবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
শুক্রবার সন্ধ্যায় বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
বৈঠক শেষে তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ বাংলাদেশের আকাশে ১৪৪০ হিজরি সনের যিলহজ মাসের চাঁদ দেখা গেছে। প্রায় সব জেলা থেকে চাঁদ দেখার খবর এসেছে।’
হিজরি পঞ্জিকা অনুসারে যিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আযহা উদযাপন করেন মুসলিমরা। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সেদিন তারা পশু কোরবানি দেন।
Please follow and like us: