এন.আই যুব ফাউন্ডেশন ও ইসলামিয়া লাইব্রেরির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়ীয়ায় এন.আই (নজরুল ইসলাম) যুব ফাউন্ডেশন ও ইসলামিয়া লাইব্রেরির ফ্রি মেডিকেল ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম শেখ আফজাল হোসেন মারুফ এর ঐকান্তিক প্রচেষ্টায় শিমুলবাড়ীয়া গ্রামে প্রতিষ্ঠিত এন.আই (নজরুল ইসলাম) যুব ফাউন্ডেশন ও এন.আই ইসলামীয়া লাইব্রেরির উদ্দ্যোগে সকাল থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৪ টায় সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও প্রতিষ্ঠানের সভাপতি শেখ মনিরুল হোসেন মাসুমের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ। সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের যুগ্ম-সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোনায়েম হোসেন, জাহিদুল আনোয়ার, যুগ্ম-সম্পাদক মহাদেব কুমার ঘোষ, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, অজয় দাশ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান, আফছার উদ্দীন সরদার প্রমুখ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)