দেবহাটা প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র শুভেচ্ছা বিনিময়
দেবহাটা প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। বৃহষ্পতিবার বেলা ১১টায় নতুন কর্মস্থল দেবহাটাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান পরবর্তী দুপুরে দেবহাটা প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওনের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি রশীদুল আলম, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাংবাদিক আনোয়ারুল হক, সদস্য এসএম নাসির উদ্দীন, রিপোটার্স ক্লাবের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক শাহিন আলম, সদস্য আনিছুর রহমান, আলমগীর কবির, মঞ্জুরুল ইসলাম সহ সাংবাদিক সংগঠন দু’টিতে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।