শ্যামনগরে সড়ক ও জনপথের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
উপজেলা সদরের সড়ক ও জনপথের জায়গা সংলগ্ন মাইওয়ান ও মাইচয়েস শো রুমের সামনে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সকাল ১০টায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শেখ কামরুল ইসলাম জানান, উপজেলার পাতড়াখোলা গ্রামের মৃত আলহাজ্ব মতিয়ার রহমান মোড়লের পুত্র মোঃ রুহুল আমিন মোড়ল উপজেলা সদরে অবস্থিত তার
নির্মানাধীন বহুতল ভবনের একাংশে সড়ক ও জনপথ সংলগ্ন জায়গায় সম্পূর্ণ আইন বর্হিভুত ভাবে স্থায়ী স্থাপনা করতে থাকে। বিষয়টি উপজেলার দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের কার্য সহকারীর মাধ্যমে অবহিত হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর থেকে অবৈধ স্থাপনা অপসারনের নোটিশ প্রদান করা হয়। তিনি আরও জানান, নোটিশ প্রাপ্তির পরও রুহুল আমিন মোড়ল স্থাপনা অপসারন না করে অবৈধ স্থাপনা নির্মান
অব্যাহত রাখে। বিষয়টি স্থানীয় একাধিক দৈনিক পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। যা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের বড় কর্তাদের দৃষ্টি গোচর হয়। এমতাবস্থায় জেলা প্রশাসকের নির্দেশে আজ ৩১ জুলাই সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ কার্য পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপ-
সহকারী প্রকৌশলী শেখ কামরুল ইসলাম, সার্ভেয়ার কামরুল আহসান, কার্য সহকারী গৌরপদ সরকার, সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অসীম কুমার দে ও দেবাশীষ মূখার্জী।