দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা বদলী
দেবহাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তালার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনকে দেবহাটা উপজেলা কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন ও সাজিয়া আফরীনকে একে অপরের কর্মস্থলে বদলীর নির্দেশনা দেয়ার পর ইতোমধ্যেই স্ব-স্ব কর্মস্থলের দায়িত্ব থেকে অবমুক্তি নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছেন। কিন্তু তাদের দুজনের কেউই এখনও নতুন কর্মস্থলের দায়িত্বভার বুঝে না নেয়ায় তালা ও দেবহাটা দুটি উপজেলাই নির্বাহী অফিসার (ইউএনও) শূন্য হয়ে রয়েছে তাদের অপেক্ষায়।
তবে শীঘ্রই সাজিয়া আফরীন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এবং ইকবাল হোসেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার বুঝে নিয়ে স্ব-স্ব কর্মক্ষেত্রে যোগদান করবেন বলে পৃথক দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।