সাতক্ষীরায় প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের স্মরণ সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ স্মরণে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় জাপা নেতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত। এতে আরও বক্তব্য রাখেন, জেলা জাপা সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সম্পাদক আশরাফুজ্জামান আশু, আনোয়ার জাহিদ তপন, মো. নজরুল ইসলাম, ছাত্র সমাজ সভাপতি কায়েমউজ্জামান হিমেল, সম্পাদক আকরামুল ইসলাম এবং বিভিন্ন উপজেলার জাপা নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় বলেন, এরশাদ ছিলেন জাতির পথ প্রদর্শক। তার শাসনামল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ উল্লেখ করে তারা আরও বলেন, তিনি গ্রামকে শহরে রূপ দিয়েছেন। থানাকে উপজেলা ও মহকুমাকে জেলায় রূপ দিয়েছেন। বিচারব্যবস্থা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।