শামিম কবির স্মরণে কালো ব্যাচ পড়ে খেলবে টাইগাররা
পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক শামিম কবির। সোমবার সকালে ধানমন্ডির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাবেক এই অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার শ্রীলংকার বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে কালো ব্যাজ পরে মাঠে নামবে বাংলাদেশ দল।
সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
এর আগে মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ‘জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবিরের মৃত্যুতে আমরা শোকাহত। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যা যা করা প্রয়োজন সব করা হবে।’
শামিম কবির ১৯৭৭ সালের জানুয়ারিতে সফরকারী এমসিসি দলের বিপক্ষে তৎকালীন বিসিসিবি একাদশকে নেতৃত্ব দিয়েছিলেন। ইংল্যান্ডের ওই দলটির বিপক্ষে ম্যাচটিই ছিল বাংলাদেশ জাতীয় দলের প্রথম ম্যাচ।