ভয়ংকর অপমৃত্যু:মডেলের নগ্ন লাশ উদ্ধার
মস্কোর সেরা সুন্দরীর খেতাব পাওয়া একাতেরিনার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত একতেরিনার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখা যায়নি। পরের দিনই বাড়িতে মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয় তার দেহ।
এশিয়ান নেট নিউজের খবরে বলা হয়, ঘরের দরজা ভাঙতেই দেখা যায় নগ্ন এবং গলা কাটা অবস্থায় একটি স্যুটকেসের মধ্যে ভরা ছিল একাতেরিনার লাশ। যদিও কেন তিনি খুন হলেন সেই কারণ এখনো স্পষ্ট নয়।
এক সময়ের মস্কো সুন্দরী একাতেরিনা রাশিয়ান ন্যাশনাল রিসার্চ মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পাশ করেছিলেন। তিনি ছিলেন পেশায় ত্বক ও যৌনরোগ বিশেষজ্ঞ। পাশাপাশি তিনি মডেলিংও করতেন।
Please follow and like us: