বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দু’জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গত রাতে মৃত্যুবরণকারী একজন আসলাম খান (২৪) ও অপরজন সোহেল (১৮)।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আসলাম খান গতরাত সাড়ে ৯টায় ভর্তি হয় এবং রাত সোয়া ৩টার দিকে মৃত্যুবরণ করেন। পিরোজপুর জেলার কাউখালী উপজেলার গোষনতারা গ্রামের সোহেল গতরাত ১টা ২০ মিনিটে ভর্তি হয় এবং ৩টা ৪০ এ মৃত্যুবরণ করেন।
শেবাচিম হাসপাতালে হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, মৃত্যুবরণকারী দু’জনেই শেষ মুহূর্তে হাসপাতালে ভর্তি হন। তাদের চিকিৎসা দেয়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়নি। এদের দুজনেই ঢাকায় ছিলেন বলে জানান তিনি। আজ হাসপাতালে ভর্তি আছে ২৪ জন। এর মধ্যে পুরুষ ১৫ আর নারী ৯। এ পর্যন্ত ৬৩জন বরিশাল মেডিকেলে ভর্তি হয়েছে। যার মধ্যে ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
Please follow and like us: