কেশবপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা

কেশবপুরের কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত রাজু নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে । ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে জব্বার আলী পুকুর ভরাট করার জন্য ড্রেজার মেশিন ভাড়া করে এনে ২ দিন ধরে অবৈধভাবে কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিনসহ পাইপ ও অন্যান্য যন্ত্রপাতি ভেঙ্গে গুড়িয়ে দেন এবং অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাদুড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাজু আহমেদকে “বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” এর ধারা ৪(গ)তে উল্লেখিত অপরাধে এবং ঐ একই আইনের ধারা ১৫(১) এ উল্লেখিত

সাজা অর্থাৎ ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০০০ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। অনাদায়ে আরও ৩ মাসের জেল প্রদান করেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)