আশাশুনিতে জব্দকৃত মেয়াদোর্ত্তীর্ণ মালামাল বিনষ্ট
আশাশুনির বিভিন্ন দোকানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মালামাল উদ্ধার অভিযান চালিয়ে জব্দকৃত মালামাল প্রকাশ্যে আগুনে জ্বালিয়ে বিনষ্ট করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে আশাশুনি উপজেলা ভূমি অফিসের সামনে বিনষ্ট করার কার্যক্রম পরিচালনা করা হয়। আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফার নেতৃত্বে উপজেলার বড়দল বাজারে অভিযান চালিয়ে পঞ্চানন রায়ের পঞ্চানন স্টোর,
নারায়ন চন্দ্র মন্ডলের কৃষ্ণ স্টোর, সুশান্ত পালের ভাগ্যলক্ষী ভান্ডার, সুভাষ চন্দ্র ঢালীর বীণাপানি স্টোর, মেহের আলী সরদারের মুনিরা স্টোর, রণজিৎ ব্যানার্জীর রতন স্টোর থেকে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ ঝালের গুড়া, মরিচের গুড়া, হলুদের গুড়া, সরিষার তেল, অলিভ ওয়েল, চানাচুর, বিস্কুট, কেকসহ বিভিন্ন ভাজা মালামাল জব্দ করা হয়। এসময় স্যানেটারী ইন্সপেক্টর সহকারী (এফএ) মোক্তারুজ্জামান স্বপন তার সাথে
ছিলেন। সোমবার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার জব্দকৃত মালামাল প্রকাশ্যে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়।