মুন্সীগঞ্জে আর্থিক ব্যবস্থাপনা টুলস এবং সামাজিক জবাবদিহিতা টুলস বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে আর্থিক ব্যবস্থাপনা টুলস এবং সামাজিক জবাবদিহিতা টুলস” বিষয়ক সোমবার (২৯ জুলাই) সমাপ্তি দিন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণটি ২৭-২৯ জুলাই তিন দিন ব্যাপী সিবিও লিডারদের মুন্সিগঞ্জ সুশীলন টাইগার পয়েন্ট প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অক্সফ্যাম এবং সিপিডি এর অংশীদারিতে এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর আর্থিক সহায়তায় বাস্তবায়নরত পরোক্ষ অংশীদার প্রতিষ্ঠান সুশীলনের এর রি-
কল ২০২১ প্রকল্পের কর্মকৌশলে বাস্তবায়িত গণতান্ত্রিক সুশাসনে জন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ টি অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা শ্যামনগরে আটুলিয়া এবং বুড়িগোয়ালিনী ইউনিয়রে ২৫টি সিবিও ২৫ জন লিডার সহ রি-কল ২০২১ প্রকল্প ৩ জন কর্মীসহ মোট ২৯ জন প্রশিক্ষণার্থী উক্ত প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ সহায়ক হিসাবে রি-কল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের
সচিব মহোদয় প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষণ পরিচালনায় সার্বিক আয়োজন এবং সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতায় ছিলেন ইইউ সিএসও প্রকল্পের কমিউনিটি ভলেন্টিয়ার।