খুলনায় ফেন্সিডিল ও নারীসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
খুলনায় ফেন্সিডিল ও নারীসহ মহানগর ছাত্রলীগের সহ সভাপতি সমীর কুমার শীলকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত পৌনে ১০ টার দিকে নগরীর খান ৮৫ নম্বর জাহান আলী রোডের চারতলা বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুজিত মণ্ডল জানান, নগরীর খান জাহান আলী রোড থেকে সমীর কুমার শীল ও সেলিনা বেগমকে (৩৫) ১৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা হয়েছে।
খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল বলেন, সমীর কুমার শীল মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি পদে রয়েছেন। সংগঠন বিরোধী কাজের জন্য তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us: