কেশবপুরে পল্লী বিদ্যুতের অব্যবস্থাপনা গ্রাহক ভোগান্তি চরমে
কেশবপুরে পল্লী বিদ্যুতের অব্যবস্থাপনার কারণে গ্রাহক ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
জানা গেছে, আকাশে মেঘ হলে, বাতাস হলে, বিদ্যুৎ চমকাইলে বৃষ্টি হলে, কেশবপুরে বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়। গত ২৫ জুলাই সাহিত্যিক মনোজ বসুর ১১৮ তম জন্মবার্ষিকী ছিল। ঐ দিন বিকালে গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে সাহিত্যিক মনোজ বসুর জন্মবার্ষিকী পালনকালে পাঁজিয়া
ফিডারে বিদ্যুৎ বন্ধ করে রাখা হল। অথচ ঐ সময়ে কেশবপুর পৌরসভা, ত্রিমোহিনী ফিডারে বিদ্যুৎ ছিল। পল্লী বিদ্যুতের ডিজিএমকে সাহিত্যিক মনোজ বসুর জন্মবার্ষিকী পালনস্থল গড়ভাঙ্গায় বিদ্যুৎ দেওয়ার অনুরোধ করা হলেও তিনি বিদ্যুৎ দেয়নি। যে কারণে মনোজ বনু প্রেমিদের মাঝে চরম ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। এদিকে কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে গত ২৬ জুলাই বিকালে মাইকিং করা হয় যে ২৭ জুলাই
সকাল ৬ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত কেশবপুর উপজেলা বিদ্যুৎ থাকবেনা। যার ফলে ২৭ জুলাই লন্ডি, ওয়েলডিং কারখানা, বিভিন্ন স্টিডিও, কুঠির শিল্পের শ্রমিকরা-সহ বিদ্যুৎ সংশ্লিষ্ট কজে জড়িত ব্যক্তিরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসেননি। অথচ ঐ দিন বিদ্যুৎ বন্ধ রাখা হয়নি। এভাবেই চলছে কেশবপুরে পল্লী বিদ্যুতের অব্যবস্থাপনা। এব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসে চলমান ম্যানেজমেন্ট সরিয়ে দক্ষ ম্যানেজমেন্ট দেওয়া-সহ উপজেলা ব্যাপী নিরবিচ্ছন্ন বিদ্যুতের দাবী জানিয়েছেন উপজেলা বাসি।