সত্য ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে নিউজ টোয়েন্টি ফোর আজ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে-এমপি রবি
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিউজ টোয়েন্টি ফোর’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৮ জুলাই) রাতে চায়না বাংলা রেস্টুরেন্টে সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কেটে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়
স্থায়ী কমিটির সদস্য সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘হাঁটি হাঁটি পা পা করে নিউজ টোয়েন্টি ফোর আজ ৪র্থ বছর পার করতে যাচ্ছে। সত্য ও বস্তুু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে নিউজ টোয়েন্টি ফোর আজ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা আরো সামনে এগিয়ে নিতে নিউজ টোয়েন্টি ফোর তাদের অগ্রণী
ভূমিকা রাখবে।’বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা,
জেলা আওয়ামী লীগের সদস্য ডা. মুনছুর আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, নিউজ টোয়েন্টি ফোর’র জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম জ^ই, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শামীম পারভেজ, অন-লাইন পোর্টাল খবর সাতক্ষীরা’র সম্পাদক জাফর সিদ্দিকি, মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ নিউজ টোয়েন্টি ফোর’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।