কাদাকাটি হাই স্কুলে জেলা পরিষদের চেক হস্তান্তর
আশাশুনি উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন কল্পে জেলা পরিষদ হতে বরাদ্দকৃত অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। রোবাবর দুপুরে ‘হোটেল আব্বাস’-এ অনুষ্ঠিত অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে চেক হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও জেলা পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এস এম দেলোয়ার হোসাইন জেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষে চেক হস্তান্তর করেন। ২ লক্ষ টাকা অনুদানের শেষ কিস্তি হিসাবে ৮৯ হাজার টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে স্কুলের এসএমসি সভাপতি মানসুরুল হুদা, অভিভাবক সদস্য হরেকৃষ্ণ মন্ডল, শরিফুল ইসলাম, সেফা ঢালী, রেস্কে আরা মুনমুন মৌ, কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এ কে এম মোতাহারুল হক সজল, মহসিন আলি বকুল, তানভীর হোসেন রিপন, অবঃ সেনা সদস্য গোলাম রসুল প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us: