আশাশুনিতে গাঁজা ব্যবসায়ীসহ গ্রেফতার- ৪
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে এক গাঁজা ব্যবসায়ীসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (পিপিএম-বার) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এএসআই জয়নাল মোল্লা, এসআই পিযূষ কান্তি ঘোষ অভিযান চালিয়ে ১০৫ গ্রাম গাঁজাসহ বুধহাটা গ্রামের আঃ গফফার সরদারের ছেলে জাহাঙ্গীর আলমকে বুধহাটা বাজার হতে হাতেনাতে গ্রেফতার করেন।
এ ব্যাপারে ২৭(০৭)/১৯ নং মামলা রুজু করা হয়েছে। এএসআই নাজিম হোসেন অভিযান চালিয়ে সিআর-২৬৯/১৭ আসামী একসরা গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে মুছাকে, এএসআই শাহজামাল সিআর-২১১/১৮ আসামী কলিমাখালী গ্রামের ফজলু সরদারের ছেলে নূর হোসেনকে গ্রেফতার কারেন। এএসআই নাজিম হোসেন পৃথক অভিযানে সিআর-২৬৯/১৭ আসামী একসরা গ্রামের মুছা গাজীর ছেলে হাছানকে গ্রেফতার কারেন।