কাশ্মীর ইস্যুতে ছলনা করেছে পাকিস্তান: মোদি
পাকিস্তান বরাবর কাশ্মীর ইস্যুতে ছলনার আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ১৯৯৯-এর লড়াইয়ে পাকিস্তানের ছলনার জবাব দিয়েছে ভারত।
দিল্লিতে কারগিল দিবসের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। এ সময় মোদি আরো বলেন, যুদ্ধের সময় আমি কারগিলে ছিলাম। কারগিল আমার কাছে তীর্থ স্থানের মতো।
নরেন্দ্র মোদি আরো বলেন, এ সরকার সেনাবাহিনীর জন্য ওয়ান ব়্যাঙ্ক ওয়ান পেনশন চালু করেছে। দেশে সন্ত্রাসবাদের প্রকোপ বাড়ছে। তবে নিরাপত্তার সঙ্গে আপোস করা হবে না। আগামীতে সেনাবাহিনী আরো আধুনিক অস্ত্র পাবে।
কারগিল বিজয় দিবস উপলক্ষে এদিন সেনাবাহিনীর সদস্যরা দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে সেনাদের বীরগাথা অভিনয় করে দেখান। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।