সিরিজ বাঁচাতে আজ মাঠে নামবে টাইগাররা
শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এতে লাসিথ মালিঙ্গাকে জয় দিয়েই বিদায় জানাতে পেরেছে শ্রীলংকা। সিরিজে টিকে থাকতে হলে আজ জিততেই হবে তামিমদের। আর বাংলাদেশ হারলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেবে লংকানরা।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে।
প্রথম ম্যাচে বাজে বোলিং ও ফিল্ডিং ডুবিয়েছে বাংলাদেশকে। ব্যাটিংয়েও ভালো করতে পারেনি দল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল।
তিনি বলেন, একটা সময় মনে হচ্ছিল আমাদের লক্ষ্য (প্রথম ম্যাচে) ৩৫০-৩৬০ রানে ঠেকবে। সেখান থেকে ছেলেরা ঘুরে দাঁড়িয়ে মানসিক শক্তির পরিচয় দিয়েছে। আমাদেরকে এখন দ্রুত গুছিয়ে উঠতে হবে। আশা করি আজকের ম্যাচে আমরা ভালো করবো।
Please follow and like us: