বাংলাদেশের বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট, আসছেন ভেট্টরিও
বাংলাদেশের বোলিং কোচ হলেন শার্ল ল্যাঙ্গেভেল্ট। দক্ষিণ আফ্রিকার সাবেক ডানহাতি এই পেসারকে নিয়োগ দেওয়ার খবর নিশ্চিত করেছে বিসিবি।
শনিবার বোর্ড সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের বোলিং কোচের দায়িত্বে থাকবেন ল্যাঙ্গেভেল্ট। এছাড়া স্পিন বোলিং কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টরিকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে নভেম্বরে ভারত সিরিজ শুরু হওয়ার আগে জাতীয় দলে যোগ দেবেন সাবেক কিউই স্পিনার। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে নিল ম্যাকেঞ্জি গত এক বছর ধরে কাজ করছেন। তার চুক্তি বাড়িয়েছে বিসিবি, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
বোর্ড প্রধান বলেছেন, ‘আমরা দীর্ঘমেয়াদী কোচ খুঁজছিলাম। এরই মধ্যে শার্ল ল্যাঙ্গেভেল্টের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। তিনি আমাদের সঙ্গে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজ করবেন।’ ভেট্টরির সঙ্গে চুক্তির ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘এছাড়া লম্বা সময়ের জন্য স্পিন বোলিং কোচ খুঁজছিলাম। তবে পাচ্ছিলাম না, ভেট্টরিকে পেলেও তিনি নভেম্বর থেকে আমাদের সঙ্গে কাজ করবেন। আমাদের সবার পছন্দ হয়ে গেছে বলেই তাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তার সঙ্গে মেইলে আমাদের কথা হয়েছে। তবে এখনও চুক্তি হয়নি, সামনেই হয়ে যাবে। প্রধান কোচের ব্যাপারে আলোচনা চলছে। দেখা যাক কি হয়!’
ল্যাঙ্গেভেল্ট দক্ষিণ আফ্রিকার জার্সি প্রথমবার পরেন ২০০১ সালে ওয়ানডেতে। ক্যারিয়ারে টেস্ট ও টি-টোয়েন্টির চেয়ে একদিনের ক্রিকেটেই বেশি দেখা গেছে তাকে। ৭২টি ওয়ানডে খেলেছেন তিনি, রয়েছে ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও। ২০১০ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন ল্যাঙ্গেভেল্ট, এটাই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।
৭২ ম্যাচে ল্যাঙ্গেভেল্ট নিয়েছেন ১০০ উইকেট। ক্যারিয়ারসেরা বোলিং ৩৯ রান খরচায় ৫ উইকেট, ২০০৭ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। এছাড়া ৬টি টেস্ট ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ হিসেবেও কিছুদিন কাজ করেছেন। ২০১৭ সালের অক্টোবরে এই দায়িত্ব তিনি ছেড়ে দেন ওটিস গিবসনের কাছে। আফগানিস্তানের বোলিং কোচও ছিলেন তিনি। এবার কোর্টনি ওয়ালশের স্থলাভিষিক্ত হলেন ৪৪ বছর বয়সী কোচ।