দেবহাটায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দেবহাটায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় উপজেলার পারুলিয়া আস্থা’য় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কেঁক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ
অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক লোকমান কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ,
দেবহাটা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুজ্জমান আরিফ সহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।