দেবহাটাতে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইউএনও’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
দেবহাটায় ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থান সমূহ বিনষ্টের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের নেতৃত্বে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত এবং গুজবের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মানববন্ধন শেষে বিদ্যালয় চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে উপজেলা ব্যাপী এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন। এসময় দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম উজ জামান, সহকারী শিক্ষক জাহাঙ্গীর কবির, ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য ডা: শোকর আলী, অভিভাবক সদস্য ডা: অহিদুজ্জামান সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।