কেবিএ কলেজে ছাত্রলীগের উদ্যোগে নবীন বরন
দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে ছাত্রলীগের উদ্যোগে নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে নবীন শিক্ষার্থীদের বরন করে নেয়া হয়। এসময় কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়জুল্লাহর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আল হাসিব ইফতি’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা। বিশেষ অতিথি ছিলেন সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারন সম্পাদক এএইচ সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ। এছাড়াও অনুষ্ঠানটিতে উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: