দেবহাটায় মৎস্য ঘের দখলে নিতে সন্ত্রাসী হামলা: আহত-২
দেবহাটায় মিসেস রুপা রহমান নামের এক নারীর মৎস্য ঘের জোর পূর্বক দখলে নিতে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় লিটন হোসেন (৪২) ও মাসুদ রহমান (৪০) নামের দুই ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। আহত লিটন হোসেন দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত শামছুর সরদারের ছেলে ও মৎস্য ঘেরের কর্মচারী এবং অপর আহত শেখ মাসুদ রহমান ঘের মালিক মিসেস রুপা রহমানের স্বামী ও পুরাতন সাতক্ষীরার মাহবুবুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে দেবহাটার কামকাটিয়া এলাকায় রুপা রহমানের মৎস্য ঘেরটি জোর পূর্বক দখলে নিতে কামকাটিয়া গ্রামের ময়নুদ্দীন ঢালীর ৪ ছেলে বাবুরালী ঢালী, খালেক ঢালী, হক ঢালী, বাবলু ঢালী, আবুল কালাম, বাবলু ঢালীর ছেলে রুহুল আমিন, ইসরাফিল ঢালীর নেতৃত্বে ২০/৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালালে তাদেরকে বাঁধা দিতে গিয়ে সন্ত্রাসীদের মারপিটে মারাত্বক জখম হন লিটন হোসেন ও মাসুদ রহমান। বর্তমানে লিটন হোসেন সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শেখ মাসুদ সাতক্ষীরার ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মৎস্য ঘের মালিক মিসেস রুপা রহমান জানান, কামকাটিয়া মৌজায় তার লিজকৃত ১৮ বিঘা জমির মৎস্য ঘেরটি সম্পূর্ন বে-আইনিভাবে জবরদখলে নিতে উল্লেখিত ব্যাক্তিরা দীর্ঘদিন ধরে নানা অপচেষ্টা চালিয়ে আসছে। এর আগে চলতি বছরের ৫মার্চ একইভাবে মৎস্য ঘেরটি দখলে নিতে সন্ত্রাসী হামলা চালিয়ে লিটন হোসেনকে কুপিয়ে মারাত্বক জখম করে সন্ত্রাসীরা। এঘটনায় দেবহাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার সুত্রে জানা গেছে।