দেবহাটায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন
দেবহাটায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার গাজীরহাটে দেবহাটা উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কার্যালয়টি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ মারুফ হোসেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক প্রশান্ত কুমার, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, দেবহাটা উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি শরিফুল ইসলা, সাধারণ সম্পাদক আল আমিন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।