পদ্মা সেতুতে শিশুবলি ও ছেলেধরা গুজবে কেউ আইন নিজ হাতে তুলে নিবেন না: ওসি বিপ্লব
পদ্মাসেতু যারা চায় না, তারাই শিশুবলি ও ছেলেধরা গুজব ছড়াচ্ছে। দেশব্যাপী ছেলেধরার গুজব ছড়িয়ে অনেক নিরীহ মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এগুলো সবই হত্যা কান্ড। যারা এ কাজগুলো করছে, তারা সবাই হত্যা কাণ্ডের সাথে জড়িত। সরকার তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে। তাই কোন গুজবে কান দিয়ে আইন নিজ হাতে তুলে নিবেন না।
কারও চলাফেরার প্রতি সন্দেহ হলে সাথে সাথে থানা পুলিশকে ফোন দিবেন অথবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার জন্য আহবান জানিয়েছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা আরও বলেন, একটি সংঘবদ্ধ চক্র দেশকে অস্থিতিশীল করে তুলতে পরিকল্পিত ভাবে ছেলেধরার গুজব রটিয়েছে।
প্রকৃতপক্ষে এপর্যন্ত কোথাও কোন ছেলেধরার ঘটনার সত্যতা পায়নি পুলিশ। মতবিনিময় কালে দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, দেবহাটা থানার সেকেন্ড অফিসার প্রদীপ রায়, এসআই মুনিরুল ইসলাম, এসআই লিটন কুমার সাহা, এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই রশিদ সহ দেবহাটা থানার পুলিশ সদস্য, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।