আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ’র মূল্যায়ন ও সমাপনি অনুষ্ঠান
আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ৯ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন কমিটির আয়োজনে ১৭ জুলাই সপ্তাহের শুরু হয়েছিল। মঙ্গলবার সমাপনী দিনে মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও
আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, জাতীয় মৎস্যজীবি সমিতির জেলা সভাপতি রফিকুল ইসলাম মোল্যা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ‘মাছ
চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তাগণ মৎস্য সম্পদের উন্নয়নে ও দেশের সমৃদ্ধির জন্য এগিয়ে আসার আহবান জানান। সাথে সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের অগ্রগতি সাধনে সকলে সচেতনার সাথে কাজ করতে আহবান জানান। অনুষ্ঠানে সফল মৎস্য চাষী হিসাবে ভেটকী মাছ চাষে এবিএম মোস্তাকিমকে, পাবদা মাছ চাষে আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিমকে, কার্প মিশ্র চাষে আলহাজ¦ শফিউল আলম খোকনকে, বাগদা চিংড়ী চাষে রাম প্রসাদ রায়কে, গলদা চিংড়ী চাষে রুহুল কুদ্দুছকে ও নার্সারী কাজে বোরহান উদ্দিনকে ক্রেস্ট প্রদান করা হয়।