কুল্ল্যা ইউনিয়নে নৌকার পথসভায় জনতার ঢল
কুল্ল্যা ইউনিয়নে নৌকার পথসভায় জনতার ঢল নামে। সোমবার বিকেলে আসন্ন ২৫ জুলাই ২০১৯, কুল্ল্যা ইউনিয়ন উপ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাছেত হারুন চৌধুরীর পক্ষে নৌকাকে বিজয়ী করতে গুনাকরকাটি বাজারে পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন, কুল্যা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ ঢালী। পথসভায়
মুঠোফোনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌকা মার্কায় ভোট চাইলেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, এমপি প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, আশাশুনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু এবং নৌকা প্রতীকের প্রার্থী আবুল বাছেত হারুন চৌধুরী ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন। এছাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নৌকা প্রতীকে ভোট চেয়ে কচুয়া, মহিষাডাঙ্গা, দাতপুর, পুরোহিতপুর, মহাজনপুর, আগরদাড়ীসহ বিভিন্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।