ডি.বি.ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সাতক্ষীরার ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা – ২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১২টায় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সিরাজুল
ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা স.ম. জালাল উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত
ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আঃ ছাওার, মোঃ শুকর আলী, আলহাজ্ব মোঃএনামুল হক (খোকন),শিক্ষক মোঃ আঃ ছালাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার সুধিজন ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান। প্রধান অতিথী ছিলেন স.ম.জালাল উদ্দিন তিনি তার বক্তব্যে বলেন খেলাধুলা শিক্ষার অংশ তাই একজন শিক্ষার্থীকে যোগ্য হতে হলে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় ও পারদর্শী হতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজিউন আফরিন ওফারহানা সুলতানা।