সাকিবের প্রশংসায় সানরাইজার্স হায়দারাবাদ
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ব্যাট-বলে অন্য এক সাকিবেকে দেখেছে ক্রিকেট প্রেমিরা। এবারের বিশ্বকাপে ব্যাট হাতে ৮ ম্যাচে ৬০৬ রান ও বল হাতে ১১ উইকেট নিয়েছেন সাকিব।
সাকিবের মত এমন পারফরম্যান্স বিশ্বকাপে আগে কেউ করে দেখাতে পারেনি। এমন পারফরম্যান্স বিশ্বকাপে প্রথমই দেখা গেল।
তার সুরেলা পারফরম্যান্সে আগে থেকে ক্রিকেটের রথী-মহারথীরা প্রশংসায় ভাসিয়েছেন। জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের সেরা একাদশ ও বর্ষ সেরা একাদশেও।
এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রশংসায় ভাসালেন আইপিএলের নিজ দল সানরাইজার্স হায়দারাবাদ। দলটি তাদের ফেসবুক পেইজে সাকিবের বিশ্বকাটের ব্যাট-বলের পারফরম্যান্সের পরিসংখ্যান তুলে ধরেন।
ক্যাপশনে লেখেন, ‘মনে রাখতে হবে সাকিব আল হাসান ওয়ানডেতে এক নাম্বার অলরাউন্ডার।’
সানরাইজার্স হায়দারাবাদের পোস্টে নেটিজেনরাও সাকিবের এমন পারফরম্যান্সের জন্য প্রশংসায় ভাসান। অনেকেই সাকিবকে গ্রেট অলরাউন্ডার হিসেবে আখ্যা দেন।