ছেলেকে ছাড়াতে পুলিশকে ভিক্ষার টাকা দিলেন মা
কিশোরগঞ্জের ভৈরবে বিনা অপরাধে জুয়েল নামে এক রিকশাচালককে আটক করে ঘুষ নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি কিশোরগঞ্জের এসপির নজরে এলে শনিবার দুপুরে অভিযুক্ত ভৈরব থানার এএসআই মাজহারুল হককে জেলা পুলিশ লাইনসে ক্লোজড করা হয়।এসপি মো. মাশরুকুর রহমান খালেদ জানান, ঘটনাটি তদন্ত করতে এএসপি (ভৈরব সার্কেল) রেজোয়ান দীপুকে নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে এএসআই মাজহারুল হক পৌর শহরের নিউটাউন এলাকা থেকে জুয়েলকে ধরে নিয়ে থানার পেছনে রান্নাঘরে বন্দী করেন। এ সময় তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন মাজহারুল। টাকা না দিলে মাদক মামলা করা হবে বলে তাকে হুমকি দেয়া হয়। পরে জুয়েলের মা জরিনা বেগম খবর পেয়ে ১৩ হাজার টাকা মাজহারুলকে দিয়ে ছেলেকে থানা থেকে ছাড়িয়ে নেন।
জুয়েলের মা জরিনা বেগম বলেন, ঘরের জিনিসপত্র বিক্রি ও মায়ের ভিক্ষার দুই হাজার টাকা মিলিয়ে ১৩ হাজার টাকা দেয়ার পর জুয়েলকে ছাড়া হয়।ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, মাজহারুল হককে ক্লোজড করার নির্দেশ পেয়েছি। আগামীকাল তাকে থানা থেকে রিলিজ করা হবে।
সূত্র-ডেইলি-বাংলাদেশ ডটকম
দৈনিক সাতক্ষীরা/এসকে এফ