শ্যামনগরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ক্লিনিক মোড়ে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জুলাই শুক্রবার বিকাল ৪ টায় দেশের বিভিন্ন জেলা থেকে নামি দামি ২৫ টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার দর্শক প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে এ ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে আসেন। ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান
আলহাজ্ব জিএম সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। প্রভাষক এম ওলিউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার
মোঃ কামরুজ্জামান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান মোল্যা, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আকবর কবীর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার
মন্ডল। এসময় আওয়ামীলীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ১৫ হাজার টাকা পুরুষ্কার পায় নড়াইল জেলার উখিউড়া গ্রামের খাদিজা বেগমের ঘোড়া পাখি, দ্বিতীয় স্থান অধিকার করে ১০ হাজার
টাকা পুরুষ্কার পায় যশোর জেলার অভয়নগর গ্রামের ফিরোজ গাজীর ঘোড়া টাট্টু আর তৃতীয় স্থান অধিকার করে ৫ হাজার টাকা পুরুষ্কার পায় যশোর জেলার কেশবপুর গ্রামের আব্দুল ওহাবের ঘোড়া।