ভূঞাপুরে কমতে শুরু করেছে যমুনার নদীর পানি
টাঙ্গাইলে যমুনা নদীতে গত কয়েকদিনে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেলেও শুক্রবার সন্ধ্যার পর থেকে তা কমতে শুরু করেছে।
ভূঞাপুর যমুনা নদীর পানি দুই সেন্টিমিটার কমে বিপদসীমার ৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর আগে যমুনা নদীর পানি বিপদসীমার ৯৯ সেন্টিমিটার ছিল।
টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে যমুনা নদীতে কিছুটা পানি হ্রাস পেয়েছে। এতে যমুনায় দুই সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধারণা করা হচ্ছে শনিবার থেকে পানি আরো হ্রাস পাবে।
Please follow and like us: