২৪ ঘণ্টায় প্লাবিত হবে আরো চার জেলা
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের মধ্যাঞ্চলের আরো চারটি জেলা প্লাবিত হতে পারে। জেলাগুলো হলো, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী। এ নিয়ে বন্যা কবলিত জেলা হবে ২২টি।
বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা মো.শাহেদ কাওসার জানান, উজান থেকে বিভিন্ন নদনদী দিয়ে পানি এসে এসব এলাকা প্লাবিত করবে। পানি আসছে জামালপুর, কুড়িগ্রামের তিস্তা নদী দিয়ে পানি মধ্যাঞ্চলে আসছে।
যে চারটি নতুন জেলা প্লাবিত হবে এরমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে ফরিদপুরের।
ফরিদপুরের এডিশনাল ডিসি রোকসানা রহমান বলেন, আমরা বন্যার পূর্বাভাস পাওয়ার পরই পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। ৫৫টি আশ্রয়ন্দ্রের পাশাপাশি নিকটবর্তী স্কুলগুলোও প্রস্তুত রাখা হয়েছে। ৯২টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এরইমধ্যে উপজেলাগুলোতে শুকনা খাবার ও চাল পাঠানো হয়েছে। আরো বরাদ্দ চাওয়া হয়েছে।
বাংলাদেশের মোট ২২টি জেলা এখন বন্যাপ্লাবিত। তবে কত মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত তার হিসেব এখনো পাওয়া যাচ্ছে না।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বাংলাদেশে জুলাই মাসে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে বন্যা হয়। এ বছর ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, বিহার ও মিয়ানমারে বৃষ্টিপাতের কারণে বন্যার প্রকোপ বেশি দেখা যাচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক মো. ইফতেখারুল ইসলাম বলেন, বন্যার সময় পর্যাপ্ত ত্রাণ সহায়তার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।