কলারোয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কলারোয়ায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো তুলসীডাঙ্গা ও কেরালকাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত ফাইনালে বালিকাদের অংশগ্রহণে বঙ্গমাতা গোল্ডকাপে কেরালকাতা টাইব্রেকারে ৩-০ গোলে কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জয় করে।
অপরদিকে বালকদের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপে খোরদো-পাকুড়িয়া ৪-১ গোলে তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জয় করে। বালিকাদের অংশগ্রহণে বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলা মাঠে উপভোগ করেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তিনি এই বিভাগে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি প্রদান করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, উপজেলা শিক্ষা অফিসার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সচিব মোজাফফর উদ্দিন, বাবলু রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, উপজেলা ইউসিসিএ লি: এর সভাপতি মশিয়ার রহমান, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, উপজেলা দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, কপাই সম্পাদক এড. শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলাারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। ফাইনাল খেলা দু’টি পরিচালনা করেন জিএম মাসউদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, সাঈদ হোসেন, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম ও রুহুল আমিন। খেলাগুলোর চলতি ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক শেখ শাহাজাহান আলি শাহিন, শিক্ষক এসএম আসাদুর রহমান ও আব্দুল ওহাব মামুন।
Please follow and like us: